Real Life History

আবেগ ‍দিয়ে নয় বাস্তবতা ‍দিয়ে ভালোবাসুন

আমরা সবাই নিজেকে নিজের স্বপ্নের পৃথিবীতে রাজা ভাবি। অনেক ভালোবাসা দিয়ে গড়ে তুলি স্বপ্ন কাব্য। স্বপ্ন পূরণের লক্ষ্যে মানুষ মৃত্যু দুয়ারে এসেও ছোট্ট একটি অনুপ্রেরণা খুঁজে বাঁচার জন্য।

পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো। জীবন থেকে মৃত্যু পর্যন্ত। নাহ, বোধ হয় উত্তরটা সঠিক হয়নি। সবচেয়ে বড় দূরত্ব হলো, যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি বুঝতে পারো না, যে তোমাকে আমি কতটা ভালবাসি। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।
Love

ভালোবাসার বাস্তব অভিজ্ঞতা

ভালোবাসা বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ, মানবীয় এবং গভীর সম্পর্কের একটি মৌলিক সাংস্কৃতিক অংশ। ভালোবাসা একটি করুণ, স্নেহপূর্ণ এবং মানবিক সম্পর্ক যা দুইটি ব্যক্তির মধ্যে গভীরভাবে অবস্থান করে। এটিকে কোনও নির্দিষ্ট নিয়মে বা সীমানায় স্থাপন করা যায় না, তবে এটি সম্পর্কের গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হিসেবে কাজ করে।
Love

জীবনের বাস্তবতা বা বাস্তবতার জীবন একই

জীবনের বাস্তবতা বা বাস্তবতার জীবন যাই বলিনা কেন তা বড়ই নিষ্ঠুর হয়ে থাকে। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, বাস্তব যতই নিষ্ঠুর হোক বা যতই কষ্টদায়ক হোক তা মানিয়েই নিতে হবে বা মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই।

Sad

স্বপ্ন আর বাস্তবতা কেমন হয়ে থাকে?

স্বপ্ন এবং বাস্তবতা!!

জীবনের বাস্তবতা বা বাস্তবতার জীবন যাই বলিনা কেন তা বড়ই নিষ্ঠুর হয়ে থাকে। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, বাস্তব যতই নিষ্ঠুর হোক বা যতই কষ্টদায়ক হোক তা সয়ে নিতেই হবে বা মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই।
Heaven
আমরা যখন স্বপ্ন দেখতে বসি তখন তাতে কোনো শর্ত থাকে না। যা থাকে তা হল শুধুই নিজের তৈরি কল্পনা। নিজেকে নিয়ে কিংবা অন্য কাউকে নিয়ে আঁকা সুন্দর সাজানো ক্যানভাস। তাতে কোনো কষ্ট থাকে না, থাকে না দুশ্চিন্তার কালো রেখা

বাস্তবতা কেন মানুষের মনকে এত বেশি প্রভাবিত করে

বাস্তবতা আমাদের মন

মানব জীবন হাসি-আনন্দ আর দুঃখ-বেদনা নিয়েই প্রবাহিত হয় আর তাই মানুষের মন কখনোই একক অবস্থায় থাকেনা বা থাকতে পারেনা কখনো দেখা যায় সে খুব হাসি আনন্দে মেতে আছে আবার কখনো দেখা যায় সে কষ্টের অতল গহবরে তলিয়ে গেছে পরিবেশ পরিস্থিতি মানুষের মনকে আনন্দ আর বেদনায় পতিত করে আর বাস্তবতা বিভিন্ন ধরনের ঘটনার দ্বারা ভিন্ন ভিন্ন পরিস্থিতির অবতারনা করে যার ফলে কেউ কেউ আনন্দে থাকে আবার একই পরিস্থিতিতে কেউ কেউ কষ্ট অনুভব করে
In so Sadness

আবেগ এর সাথে বাস্তবতার কেন এত বিরোধিতা

আবেগ বাস্তবতা

আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি একাট হল সাভাবিক কাজ যা আমরা সচরাচর সাভাবিক ভাবেই করে থাকি আর একটি হল অস্বাভিক কাজ যা আমরা সাধারনত কোন চিন্তা ভাবনা না করে হঠাৎ করেই করে ফেলি আর এই হঠাৎ কাজটা আমরা আমাদের মনের চাহিদা পূরনের জন্য করে থাকি আমরা সবসময় আমাদের মনের কথা শুনিনা কিন্তু কিছু কিছু কাজ আছে যা আমরা আমাদের মনের বিরুদ্ধে করতে চাইলেও করতে পারিনা মনের বিরুদ্ধেই আমরা অনেক সময় আমাদের অতীত জীবনে ফিরে যাই সেখানে কি হয়েছিল, কেন হয়েছিল তা নিয়ে ভাবতে থাকি সেই অতীত নিয়ে ভাবতে ভাবতে আমরা অনেক সময় আমাদের বর্তমানের গুরুত্বপূর্ণ কাজের সময় নষ্ট করে ফেলি যা পূরণ করতে গিয়ে অন্যান্য কাজও পিছিয়ে পরতে থাকে এই পেছনে ফিরে তাকানোটা হলআবেগআর সেই আবেগকে দূরে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছেবাস্তবতা
This is an enjoyable place

আমাদের পরিবারিক জীবন এর সাথে বাস্তবতার কেন এত শত্রুতা বিদ্যমান

পরিবার বাস্তবতা
একটা সময় ছিল যখন আমরা পরিবার বলতে বুঝতাম মা-বাবা, ভাই-বোন, দাদ-দাদী, চাচা-চাচী, ভাবি-দুলাভাই সবাই একসাথে বসবাস করা সেই পরিবারটিকে আমরা বলতাম যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার এই পরিবারের কোন এক সদস্যের কোন প্রকার বিপদ-আপদ হলে পরিবারের সকল সদস্যই তার মোকাবেলা করত কোন একটি অনুষ্ঠান হলে সকলেই একত্রে বসে পরিকল্পনা করত যে, কিভাবে অনুষ্ঠানটি সুন্দর করে করা যায় একেক জন একেক কাজের দায়িত্ব নিত বা তাদের মাঝে কাজ ভাগ করে দেওয়া হত এবং সকলেই তাদের কাজ হাসি মুখে সুন্দর ভাবে সম্পন্ন করত কেউ যদি কোন দায়িত্ব না পেত, তবে তার রাগারাগি শুরু করে দিত তাই বাধ্য হয়েই পরিবারের ছোট থেকে বয়স্ক পর্যন্ত সকলকেই কোন না কোন কাজে দায়িত্ব দিতে হত
This is the real picture of the world

বাস্তবতার ক্ষেত্রে সমাজের কতটুকু ভুমিকা আছে তা নিয়ে আরো কিছু কথা

সমাজ বাস্তবতা -

সমাজে অনেক মানুষ আছে যার তাদের চাহিদাকে অনেক বেশি মূল্য দিয়ে থাকে এর জন্য তারা অন্য কারো চাহিদাকে একেবারেই গুরুত্ব দেয় না তারা মনে করে আমি যা চাই তা যেকোন মূল্যে আমার হতে হবে আর তাই তারা বেছে নেয় সার্থপরতার পথ, যা তাদেরকে করে তোলে একটা হিংস্র প্রণীর মত যার ফলে তারা কোন খারাপ কাজ করতে দ্বিধা বোধ করেনা কিন্তু তারা তাদের এই খারাপ কাজের জন্য বিন্দুমাত্র লজ্যিত হয় না কারন তারা মনে করে তারা যা করছে তা নিজের ভালর জন্য করছে আর জন্য তারা কারোর পরামর্শও নেয়না আবার কেউ কিছু বললে তা মানতেও চায়না তারা সমাজের সকল মানুষের কাছে খারাপ হিসেবে চিহ্নিত হয়ে থাকে কিন্তু তাদের জীবনে কোন প্রকার দুঃখ থাকেনা তারাই সমাজের সবচেয়ে সুখি মানুষ
A Sweet Dreem For A Cat