আমরা সবাই নিজেকে নিজের স্বপ্নের পৃথিবীতে রাজা ভাবি। অনেক ভালোবাসা দিয়ে গড়ে তুলি স্বপ্ন কাব্য। স্বপ্ন পূরণের লক্ষ্যে মানুষ মৃত্যু দুয়ারে এসেও ছোট্ট একটি অনুপ্রেরণা খুঁজে বাঁচার জন্য।
পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো। জীবন থেকে মৃত্যু পর্যন্ত। নাহ, বোধ হয় উত্তরটা সঠিক হয়নি। সবচেয়ে বড় দূরত্ব হলো, যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি বুঝতে পারো না, যে তোমাকে আমি কতটা ভালবাসি। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।