Real Life History : আবেগ ‍দিয়ে নয় বাস্তবতা ‍দিয়ে ভালোবাসুন

আবেগ ‍দিয়ে নয় বাস্তবতা ‍দিয়ে ভালোবাসুন

আমরা সবাই নিজেকে নিজের স্বপ্নের পৃথিবীতে রাজা ভাবি। অনেক ভালোবাসা দিয়ে গড়ে তুলি স্বপ্ন কাব্য। স্বপ্ন পূরণের লক্ষ্যে মানুষ মৃত্যু দুয়ারে এসেও ছোট্ট একটি অনুপ্রেরণা খুঁজে বাঁচার জন্য।

পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো। জীবন থেকে মৃত্যু পর্যন্ত। নাহ, বোধ হয় উত্তরটা সঠিক হয়নি। সবচেয়ে বড় দূরত্ব হলো, যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি বুঝতে পারো না, যে তোমাকে আমি কতটা ভালবাসি। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।
Love
কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মানুষ তার অনেক স্বপ্ন পূরনের খুব কাছাকাছি গিয়েও স্বপ্নগুলো পূরন করতে পারেনা। কেই কেউ স্বপ্ন ভাঙার কষ্ট নিতে নিতে স্বপ্নহীন হয়ে একসময় মুখ থুবড়ে পড়ে যায়। আবেগ অনুভূতি সব বিসর্জন দিয়ে হয়ে যায় পাগল প্রায়।

ভালবাসা শব্দের অর্থটা খুবই ব্যতিক্রম। ভালবাসা শব্দটা অনেক জায়গাই অনেক ভাবে ব্যবহার করা যায়। অপরদিকে ভালোবাসার মধ্যেই নিহিত থাকে আবেগ ও বাস্তবতা। যেই ভালবাসা সবচেয়ে বেশি প্রচলিত, সেই ভালবাসা সম্পর্কে আমার কিছু কথা মেয়ে ছেলেকে, ছেলে মেয়েকে ভালবাসতেই পারে। অর্থাৎ কাউকে ভালবাসাটা দোষের নয়, অন্যায় নয়। অন্যায় হচ্ছে কাউকে ভালবেসে আপন না করা। এখন অনেক ছেলে মেয়ে পাওয়া যাবে, যারা নাকি ভালবাসা নিয়ে খেলা করে, তারা মনে করে এইটা টাইম পাস করার বিশেষ পদ্ধতি, মজা ও আনন্দ করার একটা মাধ্যম।
Love
আসলে, তারা ভালবাসার মর্ম বুঝে না, এবং জানে না প্রকৃত ভালবাসার সংজ্ঞা। আবার, কোনো মেয়েরা বা ছেলেরা সৌন্দর্য দেখে প্রেমে পড়ে এবং একে অপরকে ভালোবেসে থাকে। সেইটাকে ও ভালবাসা দাবি করা যাই। কিন্তু, এইটা প্রকৃত ভালবাসা নয়। কারণ আবেগ দ্বারা কোনো ভালবাসা হই না। সেই জন্যই এই ভালবাসা বেশিদিন স্থায়ী থাকে না। ভালবাসা আবেগ দ্বারা পরিচালিত নই। প্রকৃত ভালবাসা বাস্তবতা দ্বারা পরিচালিত। আর বাস্তবতা হচ্ছে সুন্দর দেখে ভালবাসা নই, সুন্দর একটা মন দেখে ভালবাসা। বাস্তবতা বিবেচনা করে একে অপরকে ভালবাসুন তাহলে এই ভালোবাসা হবে দীর্ঘস্থায়ী।

বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও এই বিষয়ে একটি উক্তি করেছিলেন, ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হলো একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে,, কিছু ছেলে মেয়েরা ভালবাসার মর্ম বুঝাতে গিয়ে, নিজের বাবা মা কেই ভুলে যায়, তাদের কে দূরে ফেলে দেয়। আমি মনে করি, এইটাতো প্রকৃত ভালবাসার কাছে ও যাই না, বরং তাদের মতো অকৃতজ্ঞ আর কেউ নেই।
Love
পৃথিবীর সবচেয়ে কষ্ট হচ্ছে কাউকে আপন করে পর করে দেওয়া। এটা সেই বুঝতে পারে, যে নাকি আপন মানুষ দ্বারা কষ্ট পাই। আর সেখানেও দেখবেন আবেগ দ্বারা এক অপরকে চেয়েছিল। তাই আমাদের চেষ্টা করা উচিত, আবেগ দিয়ে প্রেমে না পড়ার, আর যদি প্রেম করতেই হয়, কাউকে ভালবাসতেই হয়, তাহলে বাস্তবতা দিয়ে ভালোবাসা। যেন প্রিয় মানুষটাকে পুরো জীবনের জন্য পাওয়া যায়। তবে, তার চেয়েও শত শত গুণ বাবা- মাকে ভালোবাসা ও সম্মান করা উচিত।

No comments: