Real Life History : বাস্তবতার ক্ষেত্রে সমাজের কতটুকু ভুমিকা আছে তা নিয়ে আরো কিছু কথা

বাস্তবতার ক্ষেত্রে সমাজের কতটুকু ভুমিকা আছে তা নিয়ে আরো কিছু কথা

সমাজ বাস্তবতা -

সমাজে অনেক মানুষ আছে যার তাদের চাহিদাকে অনেক বেশি মূল্য দিয়ে থাকে এর জন্য তারা অন্য কারো চাহিদাকে একেবারেই গুরুত্ব দেয় না তারা মনে করে আমি যা চাই তা যেকোন মূল্যে আমার হতে হবে আর তাই তারা বেছে নেয় সার্থপরতার পথ, যা তাদেরকে করে তোলে একটা হিংস্র প্রণীর মত যার ফলে তারা কোন খারাপ কাজ করতে দ্বিধা বোধ করেনা কিন্তু তারা তাদের এই খারাপ কাজের জন্য বিন্দুমাত্র লজ্যিত হয় না কারন তারা মনে করে তারা যা করছে তা নিজের ভালর জন্য করছে আর জন্য তারা কারোর পরামর্শও নেয়না আবার কেউ কিছু বললে তা মানতেও চায়না তারা সমাজের সকল মানুষের কাছে খারাপ হিসেবে চিহ্নিত হয়ে থাকে কিন্তু তাদের জীবনে কোন প্রকার দুঃখ থাকেনা তারাই সমাজের সবচেয়ে সুখি মানুষ
A Sweet Dreem For A Cat
আবার অনেক মানুষ আছে যারা কখনো নিজের কথা ভাবেনা, নিজের সুখের কথা চিন্তা করেনা, নিজের চাওয়া পাওয়ার কোন মূল্য দেয়না, নিজের ভাল করার চেয়ে অন্যের ভাল করার জন্য সবসময় ব্যস্ত থাকে তারা সমাজে সকলের নিকট ভাল হিসেবে বিবেচিত হয় সমাজের মানুষ গুলো তাদেরকে খুব আপন করে নেয় কিন্তু বাস্তবতা এমনই নিষ্ঠুর যে তারাই সমাজে সবচেয়ে বেশি কষ্টে থাকে তারা সমাজের সকলের জন্য এগিয়ে গেলেও কেউ তাদের জন্য এগিয়ে আসেনা তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়না তারা সমাজের সকলের ভালোর জন্য কাজ করতে করতে কখন যে নিজের ক্ষতি করে ফেলছে তার দিকে একদম নজর দেয়না যার ফলে তারা আজীবনই কষ্টের মধ্যে পরে থাকে
Sweet moment with Rain
 সমাজে এমনও কিছু মানুষ দেখা যায়, যারা নিজের প্রয়োজনে অন্যের সাথে মেলামেশা করে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের দিকে ফিরেও তাকায়না তারা নিজের প্রয়োজনে অন্যকে খুব সহজে আপন করে নিতে পারে আবার প্রয়োজন শেষ হয়ে গেলে খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে
Picture of Sadness
  এরকম আরো অনেক প্রকারের মানুষ সমাজে বাস করে আমরা কখনই তাদেরকে সমাজ থেকে বের করে দিতে পারবোনা কারন তারাও সমাজের একটি অংশ তারাও সমাজের সকলের সাথে বসবাস করার অধিকার রাখে তবে আমাদের উচিৎ এসকল খারাপ লোকদের চিহ্নিত করে তাদের নিকট থেকে দূরে থাকা যদিও তা সবসময় সম্ভব হয়না কারন এটাই হল বাস্তবতা
Glass Candle
আর এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদেরকে খারাপ লোকেদের নিকট থেকে দূরে আর ভাল লোকেদের সান্যিধ্যে থাকার চেষ্টা করতে হবে খারাপ লোকেদের সঙ্গ দূর করতে পারলেই সমাজটাকে সুন্দর করে গড়ে তোলা সহজ হবে

1 comment:

lalehfaggart said...

The Casino - DrMCD
The Casino. 김천 출장안마 DrmCD 제주 출장샵 · Experience. We provide your guests with an 상주 출장마사지 incredible range of table games and live 남양주 출장안마 entertainment · View our casino's live  Rating: 4.2 · 군포 출장마사지 ‎841 votes