Real Life History : বাস্তবতা কেন মানুষের মনকে এত বেশি প্রভাবিত করে

বাস্তবতা কেন মানুষের মনকে এত বেশি প্রভাবিত করে

বাস্তবতা আমাদের মন

মানব জীবন হাসি-আনন্দ আর দুঃখ-বেদনা নিয়েই প্রবাহিত হয় আর তাই মানুষের মন কখনোই একক অবস্থায় থাকেনা বা থাকতে পারেনা কখনো দেখা যায় সে খুব হাসি আনন্দে মেতে আছে আবার কখনো দেখা যায় সে কষ্টের অতল গহবরে তলিয়ে গেছে পরিবেশ পরিস্থিতি মানুষের মনকে আনন্দ আর বেদনায় পতিত করে আর বাস্তবতা বিভিন্ন ধরনের ঘটনার দ্বারা ভিন্ন ভিন্ন পরিস্থিতির অবতারনা করে যার ফলে কেউ কেউ আনন্দে থাকে আবার একই পরিস্থিতিতে কেউ কেউ কষ্ট অনুভব করে
In so Sadness
বাস্তবতা কখনই একসাথে সবার মুখে হাসি তুলে দেয়না, আবার একসাথে সবাইকে কষ্টের মধ্যেও ফেলেনা বাস্তবতার ধর্ম হচ্ছে সে যদি একজনকে আনন্দ দেয় তবে দশজনকে কষ্টের মধ্যে ফেলবে আবার দশজনকে কষ্ট দিলে পাচঁজনকে আনন্দে রাখবে বাস্তবতা মানুষকে আনন্দ দিয়ে যতটুকু খুসি হয় তারচেয়ে বেশি খুসি হয় মানুষকে কষ্ট দিয়ে কারন বাস্তবতা মানুষকে কষ্টের মাধ্যমে তাদের আনন্দের মুহূর্তটাকে উপলোব্ধি করতে চায় বাস্তবতা মানুষকে তাদের কষ্টের মধ্যে পতিত করার মাধ্যমে তাদের আনন্দ উপভোগের পরিমানটা বাড়িয়ে দেয় মানুষ কষ্টে না পরলে তাদের আনন্দের মূল্যটা উপলোব্ধি করতে পারে না অধিক কষ্টের পর যখন মানব জীবনে সামান্য একটু আনন্দ এসে উপস্থিত হয় তখন সেই সামান্য আনন্দই মানুষের সম্পূর্ন কষ্টটাকে নিমেষেই দূর করে দেয় আর তখন মনে হয় এই সুখের জন্যই এতদিন অপেক্ষা করে ছিলাম
Girl Walk in Wind
একটা পরিবারে একের অধিক মানুষ থাকে সবার মন মানসিকতা কিন্ত এক নয় আবার সবার চাহিদাও এক না তাই একটি ঘটনার দ্বারা যেমন সবাই আনন্দিত হতে পারে না ঠিক তেমনি একটি ঘটনার দ্বারা সবাই কষ্টও পায়না বাস্তবতাই মানুষকে তাদের চিন্তা ধারার মধ্যে পরিবর্তন এনে দেয় পৃথিবীতে এমন কোন লোক খুজে পাওয়া যাবেনা যার সাথে অন্য আর একজন লোকের মনের দিক থেকে হুবহু মিল আছে কারন সৃষ্টিকর্তাই মানুষকে ভিন্ন রকম ভাবে তৈরি করেছেন আর বাস্তবতা শুধু সেই সুযোগটার সদ্ব্যবহার করে যাচ্ছে
The Moon so Light in Night
আমরা সবাই বলে থাকি সময়, সমাজ, পরিবেশ, পরিস্থিতি মানুষের মনকে পরিবর্তন করে কিন্ত আমরা কখনো কি একবারও ভেবে দেখেছি যে এইসব পরিবর্তন গুলো আসলে কিসের কারনে হচ্ছে? আসলে আমরা কোন কিছু হলে অন্য কিছুর উপর দোষ চাপাতে বেশি পছন্দ করি বাস্তবতাকে আমরা কেউ সহজে মেনে নিতে চাই না কিন্ত এই সব কিছুর পেছনে বাস্তবতাই একমাত্র দায়ী কারন কোনকিছু পরিবর্তন করার ক্ষমতা কোন মানুষের হাতে নেই

After Evening Time
মানুষ শুধু কোন কিছু চাইতে পারে আর তা পাওয়ার জন্য চেষ্টা করতে পারে কিন্তু সে সেটা পাবে কিনা তা কেউ বলতে পারে না বাস্তবতা যদি তাকে তা না দেয় তবে তা অর্জন করার ক্ষমতা কারোর নেই আবার বাস্তবতা তাকে যা দিতে চায় তা না নেয়ার ক্ষমতাও  কারোর নেই তবে শর্ত হল সবকিছুর জন্য চেষ্টা করতে হবে হয়তো বাস্তবতা কোন এক সময় তার প্রতি সদয় হলেও হতে পারে যার ফলে তার চাওয়াটা পাওয়ায় পরিনত হতে পারে কোন কিছুর দোহায় দিয়ে চুপচাপ বসে থাকা বা কোন কিছু না করাটা হল একটা মানসিক সমস্যা আমাদেরকে এর থেকে বাইরে বের হয়ে আসতে হবে তবেই আমরা বাস্তবতার মোকাবেলা করতে পারব
So Beautiful Flower

3 comments:

Unknown said...

Hmmm apni thik Kothagolo bolechen. Asole bastobotar kache amader sobaike har mante hoy..Amra chaileo ta poriborton korte parina atai bastobota.

Anonymous said...

asksh479@gmail.com

Anonymous said...

asksh479@gmail.com