সমাজ ও বাস্তবতা
সমাজের প্রতিটা ক্ষেত্রে বাস করে বিভিন্ন ধরনের মানুষ। তাদের মধ্যে কেউ ভাল আবার কেউ খারাপ। ভাল এবং খারাপের মাঝেই আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়। প্রতিটা সমাজে ভাল এবং খারাপ থাকবে এটাই সাভাবিক আর এটাই হল বাস্তবতা। জীবনটাকে সাভাবিক ও সুন্দর করে সাজিয়ে তুলতে চাইলে, বাস্তবতাকে সামনে রেখেই ভালটাকে গ্রহন করতে হবে আর খারাপটাকে পরিহার করতে হবে।
জীবনটাকে সুন্দর আর সাভাবিক ভাবে প্রতিষ্ঠিত করা খুব কঠিন কাজ। কেননা সুন্দরের বিপরীত দিক হল অসুন্দর। আর এই অসুন্দর জিনিসটাকে আমরা বলি খারাপ কাজ। কোন একটি ভাল কাজ করতে গেলে খারপ দিকগুলো সবার আগে আসে। কারন খারাপ আর ভাল এরা হল দুই ভাই। যেখানেই যায় দুই জন একসাথে থাকে। আর তারা দুজন যে একসাথে থাকবে এটাই তো সাভাবিক আর এটাই হল বাস্তবতা। তাদের দুজনের মধ্য থেকে ভালটাকে বেছে নেয়া হল আমাদের দায়িত্ব।
জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারলে সমাজটাও সুন্দর হয়ে ওঠে। কারন সমাজ তো কতগুলো দলবদ্ধ প্রানীকে নিয়েই গঠিত হয়। মানুষ ছাড়া অন্যকোন প্রানী তাদের জীবন সুন্দর করে গড়ে তোলার ক্ষমতা রাখেনা। আর তাই সমাজকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব হল মানুষের যা তারা তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত করে তুলতে পাড়ে।
জীবনকে সুন্দর করতে গেলে যেমন অনেক বাধা বিপত্তি আসে তেমনি সমাজকেও সুন্দর করে গড়ে তুলতে গেলে অনেক বাধার সম্মুখিন হতে হয়। আর এসব বাধা বিপত্তিকে যার দূরে সরিয়ে রাখতে পারে তারাই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে।
আকাশে যেমন চাঁদ থাকে তেমনি মেঘও থাকে। চাঁদ যেমন সবসময় আলো দিতে পারে না তেমনি মেঘও চাঁদকে সবসময় আলো দেয়া থেকে বঞ্চিত করতে পারেনা। চাঁদ তার আলো নিয়ে আকাশে হাসবেই আর এটা হল বাস্তবতা। মেঘ চাঁদকে ঢেকে দেবে এটা হল একটি অনাকাঙ্খিত ঘটনা।
No comments:
Post a Comment