বাস্তব জীবন ও আমাদের ভাগ্য
বাস্তব জীবন বলতে আমরা ঐ জিনিসকে বুঝি যা আমরা কোন ঘটনা ঘটে যাবার আগে তার সম্পর্কে বিন্দুমাত্র কোন ধারনা করতে পারি না। হয়তো ঐ ঘটনার বিষয় কিছুটা অনুমান করতে পারি, যে কি ঘটতে চলেছে কিন্তু পুরোপুরি তা কারোর পক্ষে জানা সম্ভব হয় না। আবার আমরা যা ভাবছি যে, ঘটনাটা এই ভাবে ঘটতে পারে কিন্তু পরে দেখা যায় সেট ঘটেছে অন্যভাবে।
আর ভাগ্য হল ঐ জিনিস যা আমরা আমাদের সৃষ্টিকর্তার নিকট থেকে জন্মগ্রহনের সময় নিয়ে আসি। শুধু জন্মগ্রহন বললে কিছুটা ভুল হবে কারন এই ভাগ্য আমাদের জন্মের শুরুতেই লিখা হয়ে যায়, যার প্রভাব আমরা আমাদের মায়ের গর্ভে আসার পর থেকেই আমাদের উপর পড়তে থাকে। আর এর কার্জকারীতা আমরা বুঝতে পারি আমাদের বাস্তব জীবনে আসার পর থেকে।
আসলে যেখান থেকে মূলত আমাদের জীবনের শুরু হয় সেখান থেকে ভাগ্য আর বাস্তবতার এক অনবদ্য মিল খুজে পাওয়া যায়। যা প্রতিনিয়ত আমাদের তাড়িয়ে বেরায়। আমরা যেখানেই যাই আর যাই করিনা কেন আমাদেরকে ভাগ্যের উপর নির্ভর করে আর বাস্তবতাকে সামনে রেখেই চলতে হয়।
ভাগ্য আর বাস্তবতা এই দুইটার মধ্যে কোন একটিকে সাথে নিয়ে বা কোন একটিকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া কোন মানুষের পক্ষে সম্ভব না। কারন একটি আরেকটির সাথে ওতোপ্রতো ভাবে মিসে আছে। কেউ যদি বলে যে, আমি ভাগ্যের উপর নির্ভর করে চলব বাস্তবতাকে আমি মানি না তাহলে সে কোনদিন ভাল কিছু করতে পারবে না। পরে হয়তো সে এটা বলে যে, এটা আমার ভাগ্যে ছিলনা তাই হয়নি, তাহলে লোকে তাকে বোকা ছারা আর কিছুই ভাববে না। আবার যদি কেউ বলে আমি বাস্তবতাকে মানতে রাজি আছি কিন্তু ভাগ্যকে মানি না কারন ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হল আমাদের কাজের ফল। তাহলে লোকে তাকে নাস্তিক বলবে। অবশ্য নাস্তিক বললেও তাতে কারো কিছু যায়া আসে না, কারন এটা এখন সচরাচর দেখা যায়। কিন্তু সে তো তার কথার মাধ্যমেই প্রমান করে দিল যে, সে বাস্তবতাকেও মানেনা। কারন কাজের ফল যা পাওয়া যায় তা বাস্তবতা নয়। সেটা হল জীবনে ঘটে যাওয়া একটি অনাকাংখিত ঘটনা। যাকে আমরা সবাই ভাগ্য হিসেবে মনে করে থাকি। তাই সে যাই মানুক আর নাই মানুক ভাগ্য আর বাস্তবতা দুইটাই তার কাজে প্রতিফলিত হয়।
No comments:
Post a Comment