Real Life History : বাস্তব জীবনের ইতিহাস সম্পর্কে প্রাথমিক কথা যা আমাদের জানা দরকার

বাস্তব জীবনের ইতিহাস সম্পর্কে প্রাথমিক কথা যা আমাদের জানা দরকার

বাস্তব জীবন কী?

বাস্তব জীবনটা আসলে কী, কেন এবং কী রকম? এই প্রশ্নের উত্তরে সবাই বলবে “বাস্তব জীবন বলে আসলে কিছু নেই, কারন মানব জীবনে বর্তমানে যা কিছু ঘটে আর ভবিষ্যতে যা ঘটবে তার সবই হল বাস্তব জীবনের ঘটনা”। আসলেই কি তাই। তবে চলুন একটু ভালভাবে এ সম্পর্কে জানার চেষ্টা করি ।
Under Water With Little Fish And Little Girl
আমাদের চার পাসে প্রতিদিন যা কিছু ঘটে তার সবই হয়তো মানব জীবনের ঘটনা কিন্তু তাকে বাস্তব জীবনের ঘটনা  বলা যাবেনা । বাস্তব জীবন হল ঐ জিনিস যা আমরা কখনো ঘটতে দেখি আবার অনেক সময় দেখি না । কেন বল্লাম এই কথা, তার কারন হল আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে বিভিন্ন ভাবে চিন্তা করি কিন্তু তার সবই কি সত্যি হয়? হয় না। তার কারন হল বাস্তবতা।
Our thinking not always right
আবার আমরা অনেক সময় নিজের চোখে যা দেখি বা নিজের কানে যা শুনি তার সবই কি সত্যি হয়? অনেক সময় সত্যি হয় আবার অনেক সময় হয়না। কারন বাস্তবতা হল সবকিছুর উর্ধে। আমরা যা কল্পনাও করিনা তাই অনেক সময় ঘটে যায় বা হয় আবার যা কল্পনা করি তার কিছুই ঘটেনা বা হয় না। কারন এটাই হল বাস্তবতা।
 Mind with love
মানুষ সামাজিক জীব । অন্যের সাথে যোগাযোগ, ভাব বিনিময় ও তথ্য  আদান প্রদানের জন্য মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস বা মাধ্যমের ব্যবহার করে থাকে । প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কিছু মাধ্যম । প্রতিটি মাধ্যমেরই  রয়েছে দুইটি রূপ । একটি হল মৌখিক বা মুখে বলা ও অন্যটি হল লিখিত যা একটি দলিল হিসেবে থেকে যায় । মানুষ শুধু লেখার মাধ্যমে নয় বরং মুখে কথা বলেও বিভিন্ন ঘটনার প্রকাশ করে । মানুষ যখন মুখে কথা বলে তখন তার লিখিত কোন রূপ থাকেনা, থাকে শুধু কিছু রেকর্ড, যাকে আমরা বলি অলিখিত বা অননুমদিত দলিল । তবে তা কেউ যদি কোন কিছুর মাধ্যমে সংরক্ষন করে তাহলেই তাকে দলিল হিসেবে আক্ষা দেওয়া যায় । আর তা যদি না করা হয় তবে তার কোন মূল্য কারো কাছেই নেই ।
যার জন্য আমরা অনেকেই মনে করি “মিথ্যা বললে কেউ কোনদিন ধরতে পারবেনা। কিন্তু অনেক সময় এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় । এখন বর্তমান ডিজিটাল যুগ,অনেক এগিয়ে গেছে । আপনি যাই বলেন আর যাই করেন না কেন, তার প্রায় সবই রেকর্ড হয়ে যাচ্ছে কোন না কোন কিছুর মাধ্যমে, যা আমরা অনেকেই তা জানিনা । আর এ জন্যই মানুষ মনে করে “আমার কখা  বা কাজের কোন প্রমান কারো কাছে নেই” । কিন্ত সেই প্রমান যখন কোন এক সময়ে বের হয়ে আসে তখন আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু এটাই হল বাস্তবতা যা আমরা কেউই মানতে রাজি হই না ।
Allon with sadness
বাস্তবতা এতটাসার্থপর যে সে যাকে আনন্দ দিতে চায় তার চেয়ে সুখি েউ হয়না আবার যাকে কষ্ট দিতে চায় তার জীবন পরিচালনা করাই কষ্টকর হয়ে পরে ।

No comments: